আবারও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক কুলতলিতে। কুলতলির দেউলবাড়ী গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে ,এলাকার লোকজন সকালে উঠে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামের ধান জমিতে। এই ঘটনায় এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চিতুড়ী বিট অফিসে। বিট অফিসের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে আসেন। যে যে মাঠে ও জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে ওই সব এলাকায় সার্চিং শুরু করে বন দপ্তরের আধিকারিকরা ।
Home জেলা