১৪ সেপ্টেম্বর রাজ্য জুড়ে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ৪৭৮ থেকে কেন্দ্রে পরীক্ষা দেবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। গত রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর উৎসবের মেজাজে এসএসসির প্রথম পরীক্ষার পর এবারেও নির্বিঘ্নে সবটা সম্পন্ন হবে বলে আশাবাদী কমিশন। পরীক্ষার প্রাক্কালে আরও একবার নিয়ম মনে করিয়ে দিয়েছে SSC।
SSC তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে :——-
১. স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে।
২. প্রয়োজনীয় নথি স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে নিয়ে আসতে হবে।
৩. দেহতল্লাশির সময় অ্যাডমিট কার্ড রাখা আবশ্যিক।
৪. অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে পরীক্ষার্থীদের সরকারি পরিচ্ছেদের পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।
৫. আগের পরীক্ষার মতো এবারও কোনও ধরণের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে হলে প্রবেশ করা যাবে না।
৬. পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের ব্যাগ ও মূল্যবান সামগ্রী রাখার ব্যবস্থা থাকবে।