নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরীর কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।