প্রায় প্রতিদিনের মতোই আজ দীঘা থেকে একটি লাক্সারী এসি ভলবো বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে ফিরছিল আর ঠিক সেইসময়ই নদীয়ার করিমপুর কাঠালিয়া এলাকায় হঠাৎই একটি নয়ানজুলির পাশে কৃষ্ণনগর – করিমপুর রাজ্য সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে করিমপুর-কৃষ্ণনগরগামী একটি ছোটো চারচাকা গাড়িকে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে পিষে দেয় করিমপুরগামী একটি বাস। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় ৫ জন।ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক ৬ টার সময়। খবর দেওয়া হয় কৃষ্ণনগর করিমপুর থানায়। যথারীতি খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে যায় করিমপুর থানার পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।
এরপর করিমপুর থানার পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কন্ট্রোল পুলিশ প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ এবং যথারীতি ছোটো মারুতি ভ্যানের ভেতর থেকে ৫জনকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্যে পাঠানো হয় করিমপুর স্থানীয় মহকুমা হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা ৫জনকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করে। এরপর যথারীতি ময়নাতদন্তের জন্যে মৃতদেহ গুলিকে পাঠানো হয়েছে নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে।ঘটনার পর যথারীতি করিমপুর- কৃষ্ণনগরগামী রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে করিমপুর ট্রাফিক কন্ট্রোল ও করিমপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবারো স্বাভাবিক হয় যান চলাচল।