পলতার শ্রীপল্লীর বাসিন্দাকে গাড়ির ধাক্কায় খুন বলে অভিযোগ । মৃতের বয়স ৪০ বছর। বারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস, শিশু তীর্থ স্কুলের সামনে রাত ১:৩০ টা নাগাদ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে বারাকপুর B.N বসু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা গাড়ির ধাক্কা দিলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানা পুলিশ। সূত্রের খবর পলতা এলাকায় INTTUC-র সঙ্গে যুক্ত ছিলেন মৃত ব্যাক্তি।