দোলের দিনে রক্তাক্ত টিটাগড়। রং খেলার নামে ডেকে তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। দোল খেলার উদ্দীপনার মাঝেই যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। এলাকায় ব্যাপক উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়দহের ১৩ নং ওয়ার্ড এলাকার অন্তর্গত টিটাগড়ের জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দোল খেলা। তার মাঝে মৃত যুবককে রং খেলার জন্য ডেকে আনে কেউ বা কারা। তিনি সেখানে পৌঁছতেই রং মাখা কয়েকজন যুবক ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্রের খবর , ”সকাল থেকে এখানে হোলি খেলা চলছিল। তার মাঝে এসে কয়েকজন উত্তেজনা করে। স্থানীয়রা তাদের সরিয়ে দিয়েছিল। তারপর সওয়া ১টা নাগাদ এখানে নমাজ হল। আমরা সবাই শান্তিতেই নমাজ পড়লাম। তারপরই শুনলাম, জয়শ্রী কেমিক্যালসের সামনে আকাশ বলে একটা ছেলেকে রং খেলার নামে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায়, পেটে কোপানো হয়েছে।