ভুতুড়ে ভোটার খুঁজতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল-বিজেপি। একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ৩ মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই বিষয় নিয়ে আরো চাপ বাড়াতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে নির্বাচন কমিশনে। এই ১০ সদস্যের মধ্যে রয়েছেন ,ডেরেক ও ব্রায়েন ,কল্যাণ ব্যানার্জী ,কাকলি ঘোষ দস্তিদার ,সাগরিকা ঘোষ ,কীর্তি আজাদ,সাজদা আহমেদ ,অসিত কুমার পাল ,আবু তাহের খান ,প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে। আজ বিকেল ৪ টের সময় কমিশনে যাচ্ছে তৃণমূল।
তৃণমূল যাওয়ার ঠিক ১ ঘন্টা পরেই কমিশনে যাবে বিজেপি। বিকেল ৫:৩০ টার সময় জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।