মুর্শিদাবাদে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ?

মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। বুধবার রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূলকর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ষষ্ঠী ঘোষ নামের বছর চুয়ান্নর ওই তৃণমূলকর্মীর পরিবারের দাবি, দলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন করা হয়েছে তাঁকে। পুলিশের তরফে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

বুধবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সেলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয়। বচসা চলাকালীন দু’টি বাইকে থাকা জনা পাঁচেক দুষ্কৃতী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে ষষ্ঠীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই তৃণমূলকর্মী। তাঁর চিৎকারে স্থানীয়েরা ছুটে যান। তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনার তদন্তে নেমে রাত থেকেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব না কি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 4 =