ভারত বাংলাদেশ ওল্ড সাতক্ষীরা রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। দুই দুষ্কৃতীদেরকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বসিহাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ঢেমঢেমিয়া গ্রামে এদিন ভোরে দুজন সন্দেহজন ঘোরাঘুরি করছিল,পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই গোপন খবরের ভিত্তিতেই বসিরহাট থানার পুলিশের বিশেষ একটি টিম ওই এলাকায় গিয়ে, শাহানুর আলম ও মইদুল মন্ডল নামে দুজন সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ।
পুলিশের প্রাথমিক জেরায় তারা স্বীকার করে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকা দিয়ে ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক বন্দরে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সীমান্তে রওনা দেয় সেই সব ট্রাক থেকে ছিনতাই করার জন্য তারা দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয় এবং পরে তাদেরকে গ্রেফতার করে এদিন বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। এদের সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশের পক্ষ থেকে।
