ডেঙ্গুতে একই পরিবারের দুই সদস্যর মৃত্যু ?

সূত্রের খবর রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গুতে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যের ।গতকাল রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সর্দার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান।এর আগে চলতি মাসের ৬ তারিখে , একই পরিবারের সদস্য বিপ্লব সর্দারের (৪৫) মৃত্যু হয় ডেঙ্গুতে । স্থানীয় বাসিন্দারা অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় পৌরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।সূত্রের খবর পরপর দুটি মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ,আজ ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান ।যদিও স্থানীয়দের এই অভিযোগ কাউন্সিলর অস্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে। তাঁর বক্তব্য , পৌরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে , মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে বলেই অভিযোগ করেন তিনি। যদিও বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই বাড়ছে ডেঙ্গি মশার সংখ্যা । কার্যত এই ডেঙ্গু জ্বর সংক্রমণের এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =