চলমান লোকাল ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল ওভারহেড তার। এর জেরে বৃহস্পতিবার সকাল সকাল ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে। হাওড়াগামী ডাউন লোকাল ট্রেনের ওপর ওভারহেড তারটি ছিঁড়ে পড়েছিল। এর জেরে ব্যান্ডেল থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এদিকে ডাউন বর্ধমান লোকালটি ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। এদিকে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমেছে যাত্রীদের।