”যেভাবে হোক ২৬-এ জিততে হবে”, মিঠুন চক্রবর্তী!

কারও সঙ্গে কারও মনোমালিন্য থাকলে তা এখনই মিটিয়ে নিন। অন্তত ভোট পর্যন্ত ভাল সম্পর্ক বজায় রাখুন- বিজেপি কর্মীদের এই বার্তাই দিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সাফ কথা, ২০২৬ সালের নির্বাচনে বাংলায় বিজেপিকে জিততেই হবে।

বিজেপি কর্মীদের উদ্দেশে মিঠুন চক্রবর্তী বলেন, সকলকে এক ছাতার নীচে এসে ভোট করতে হবে। তাহলেই আমরা জিতব। মনে রাখতে হবে, ২০২৬ সালে না জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই একজোট হয়ে ভোট দিতেই হবে। তাঁর সংযোজন, কারও যদি কোনও বিষয়ে খারাপ লেগে থাকে তাহলে এখনই হাত মিলিয়ে, গলা জড়িয়ে সব ঠিক করে নিন।

দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে তাতাতে মিঠুনের বক্তব্য- আমরা জিতলে আপনারা জিতবেন আর আপনারা জিতলেই আমাদের জয় হবে। এই প্রসঙ্গে ভোট সংক্রান্ত হিংসার মোকাবিলা কী করে করতে হবে তার পাঠও পড়ান তিনি। স্পষ্ট বার্তা, এক গালে থাপ্পড় মারলে অন্য গাল বাড়াবেন না। তবে কী করতে হবে ভাল করে সবাই বুঝেছেন, আমি মুখে কিছু বলব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + six =