স্ত্রীর অভিযোগ ,উত্তরপ্রদেশ সরকার কোনো রকম সহযোগিতা করছে না। মহাকুম্ভে হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে তাই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন স্ত্রী মঞ্জু রাউত। স্বামীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদনপত্র জমা দেন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা মঞ্জু রাউত। রামপুরহাট মহকুমা শাসক আবেদনপত্রটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি গ্রামের অনেকের সঙ্গে টুরিস্ট বাসে বীরভূমের মল্লারপুর থেকে কুম্ভস্নানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ গিয়েছিলেন বামাপদ রাউত। ২৪ ফেব্রুয়ারি বিকেলে কুম্ভস্নান ঘাটের ৪ নম্বর সেক্টরে পৌঁছে যান। সন্ধ্যের দিকে ত্রিবেণী সঙ্গম ঘাটে একই সঙ্গে সকলে স্নান সারেন। ফেরার সময় গ্রামের লোকজন তাঁকে আর দেখতে পাননি। বাবার নিখোঁজের খবর পেয়ে ছেলে বাপি রাউত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রয়াগরাজ পৌঁছে যায়। ওইদিন বাপি উত্তরপ্রদেশের দারাগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু এখনও পর্যন্ত স্বামীর কোন খোঁজ মেলেনি। উত্তরপ্রদেশের পুলিশের কোন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মল্লারপুরের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + eighteen =