বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। সিগন্যালিংয়ের কাজ হবে বলে জানাগিয়েছে, মূলত এই করেন কারণে আগামী চার দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে পরিষেবা। প্রথম দফায় ১৩ তারিখ থেকে ১৬ তারিখের পর ফের ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে এই লাইনে মেট্রো পরিষেবা সুরের খবর, কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে মেট্রোয় সূত্রের খবর। তারই পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। সিবিটিসি-এর মতো অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হলে মেট্রোর নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগা এবং অতিরিক্ত স্পিড বাড়ানোর আশঙ্কাও পুরোপুরি কেটে যাবে।