কমবে সোনার দাম ? বড়ো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর…

উৎসবের মরশুমের পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম । এবার আরও কমার সম্ভবনা সোনার দাম। সরকার সম্প্রতি নিয়েছে এই বড় সিদ্ধান্ত । যার ফলে আরও কমতে পারে সোনার দাম ।সোনার আমদানি মূল্য কমিয়েছে সরকার ।

বর্তমানে সরকার সোনা ও রূপার মূল আমদানি মূল্য প্রতি ১০ গ্রামে ৪২ ডলার ও রূপার বেস আমদানি মূল্য প্রতি কেজিতে ১০৭ ডলার কমিয়েছে। বিশ্ব বাজারে সোনা ও রূপার দামের চলমান ওঠানামার মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যকে উৎসাহিত করতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ বলেই জানা যাচ্ছে ।

আমদানির উপর শুল্ক গণনা করার জন্য বেস প্রাইস ব্যবহার করা হয়। মূল আমদানি মূল্য প্রতি ১৫ দিন অন্তর আপডেট করা হয়। বেস প্রাইস কমানোর মাধ্যমে সরকার আমদানিকারকদের উপর করের বোঝা কমিয়ে দেয়, যা অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল করতেও সাহায্য করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 7 =