ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে তাঁকে কড়া চিঠি দিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। চিঠিতে ৪ দফা পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ওডিশার বিজেপি সরকারের দিকেও আঙুল তুলেছেন তিনি। ইউসুফ দাবি করেছেন, ধর্ম পরিচয় জেনে ওই শ্রমিকদের উপর হামলা হয়। ২৭ এপ্রিল লেখা চিঠিতে ইউসুফ লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই চিঠি লিখছি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হিংসার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বহরমপুর, মুর্শিদাবাদ ও আশেপাশের জেলার শ্রমিক যাঁরা সম্প্রতি ওডিশা থেকে ফিরে এসেছেন, তাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের।
Home জেলা
