গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শংকরপুর মাঠপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দোনালা বন্দুক সহ দু রাউন্ড গুলি, গ্রেপ্তার করা হয় ওই বাড়ির মালিককে । ধৃত ব্যক্তির নাম ইমরান সেখ ওরফে জুজু। তার বাড়ি মধ্যে ওই দোনালা বন্দুক কোথা থেকে এল সে বিষয়ে হতবাক এলাকার লোকজন। ধৃত ব্যক্তিকে রবিবার মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠায় পুলিশ। কি কারনে বাড়িতে বন্দুক মজুদ করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। তবে লাইসেন্স দেখিয়ে ওই দোনালা বন্দুক কেনেন অনেকেই। নিজের বাড়ির নিরাপত্তার জন্য ওই বন্দুক রাখেন অনেকেই। ফলে ওই বন্দুক কারো চুরি হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − six =