অবশেষে জে’লমুক্তি অরবিন্দ কেজরিওয়ালের, ৬ মাস পর মিলল স্বস্তি। অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন সুপ্রিমকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় দিন সাতেকের জন্য সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। তারপর গত ২১ মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তিহাড় জেলে বন্দি হয়। এর আগে অরবিন্দ কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেলমুক্তি ঘটতে চলেছে তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + seven =