বাংলা আবাস যোজনা প্রকল্প দেখাশোনার দায়িত্বে রয়েছেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। বাংলা আবাস যোজনায় বাড়ি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। তাই এবার লিখিত অভিযোগ দায়ের করলেন। তারা রঘুনাথগঞ্জ ২ নাম্বার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। এক আইসিডিএস কর্মী জানিয়েছেন আবাস যোজনার বাড়ির কাজ দেখতে গিয়ে আমাদের প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। একাধিক জায়গায় আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই আমরা আবাস যোজনার সার্ভে করতে যাব না। এদিন রঘুনাথগঞ্জ দুই নাম্বার ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা লিখিত অভিযোগ জানান সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ।