২০১৮ সালে আবাস যোজনায় ঘর চেয়ে আবেদন করেছিলেন। তবে ২০২৪-এ নিজেরাই পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন। তাই এখন আবাস যোজনার
তালিকা থেকে নাম কাটানোর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মড়ুইগাছির বাসিন্দা আনিসুর রহমান। প্রশাসন মারফত সেই খবর পেয়েই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে তুলে দিয়েছেন উপহারও।

অভিষেক ব্যানার্জীর শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত আনিসুর। পাকা বাড়ি থাকলেও আবাস যোজনায় বাড়ি পেতে কেউ তা লুকিয়ে দেখাচ্ছেন ছিটেবেড়ার রান্নাঘর তো কেউ গোয়ালঘর। এমনই ছলচাতুরির অভিযোগ তুলে সরব হয়েছেন যোগ্য প্রাপকরা। আবাসের তালিকায় বেনিয়ম নিয়ে তাই রাজ্য জুড়েই ক্ষোভ বিক্ষোভের খবর আসছে। এই পরিস্থিতিতে একেবারে উলটপুরাণ দেখা গেল মড়ুইগাছিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =