বৃহস্পতিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শেরপুর আমবাগানে। মৃত ওই যুবকের নাম আশরাফুল শেখ(২৫)। তার বাড়ি শেরপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিনবছর আগে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন সামসেরগঞ্জের যুবক আশরাফুল শেখ। তারপরেই কার্যত অসুস্থ হয়ে পরে সে। তখন থেকেই মানসিক হীনমন্যতায় ভুগছিলেন ওই যুবক। বৃহস্পতিবার সকালে হঠাতই বাড়ির পাশের একটি আমবাগানে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পাঠ্যায়। মানসিক হীনমন্যতার জন্যই ওই প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলেই দাবি পরিবারের। যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + seven =