“নৈহাটি ইয়ুথ আইডিয়াল প্রয়াস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে নৈহাটি তথা ব্যারাকপুর মহকুমায় প্রথমবার আয়োজিত হলো বিনামূল্যে পোষ্য এবং পথ সারমেয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির।২৬ শে ফেব্রুয়ারী রবিবার আয়োজিত হলো পোষ্যদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির।এছাড়াও তাদের জন্য র‍্যাবিস ভ্যাকসিনেশনের ব্যবস্থাও করা হয়।প্রয়াসের উদ্যোগে সাড়া দিয়ে পোষ্যদের নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই।এই স্বাস্থ্য শিবিরে ৩১টি কুকুরকে র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় এবং মোট ৫৯টি কুকুরের চিকিৎসা করা হয় এই শিবিরে।শুধু যে সারমেয়রাই ভিড় করেছিল তা কিন্তু নয় ,খরগোশ থেকে পাখি,বিড়াল এমনকি ছাগল নিয়েও এসেছিলেন অনেকে। ৯টি খরগোশ,২টি পাখি,৬টি বিড়াল,২টি ছাগল ও একটি গরুর চিকিৎসা হয় এই শিবিরে।দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন এই শিবিরে তাদের পোষ্যদের নিয়ে।

প্রয়াসের সভাপতি সৌরাশীষ ঘোষ জানান,মূলত পোষ্যদের এবং পথ পশুদের চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই তাদের এই উদ্যোগ।এই বিষয়ে আরো অন্যান্য পদক্ষেপ ‘প্রয়াস’ গ্রহণ করবে ভবিষ্যতে। শিবিরে আসা প্রত্যেক মানুষ প্রয়াসের এই উদ্যোগে খুবই খুশি হয়েছেন।আগামীদিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রত্যেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =