আজ আলিপুর কোর্টে আত্মসমর্পণ করেন ভারতীয় দলের পেশার মোহাম্মদ সামি।আজ তার হাজিরা দেওয়ার দিন ছিল কোর্টে।সেই অনুযায়ী তিনি সকালবেলা একবার কোর্টে হাজিরা দিয়ে চলে যান।পুনরায় আদালত তাকে নির্দেশ দেন আজ বিকেল পাঁচটার মধ্যে তাকে পুনরায় হাজিরা দিতে হবে কোর্টে এসে।সেই মোতাবেক মোহাম্মদ সামি সাংবাদিকদের চোখ এড়িয়ে আলিপুর কোর্টে হাজিরা দেন বিচারকের সামনে এবং দু হাজার টাকার বন্ডে সই করে জামিন পান।

তার বিরুদ্ধে তার স্ত্রী ৪৯৮ অর্থাৎ বধূ নির্যাতন এর সঙ্গে ৩৭৬ অর্থাৎ ধর্ষণ কেসের অভিযোগ করেছিলেন। ধর্ষণ কেস ধারাটি মোহাম্মদ সামির দাদার ক্ষেত্রে দেওয়া হয়েছিল। পুলিশ সেই কেসটির ইনভেস্টিগেশন করে,আদালতে চার্জশিট পেশ করে।২০১৮ সালের পুলিশ মূলত শ্লীলতাহানি এবং বধূ নির্যাতনের ধারা নিযুক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =