আলোচনা চেয়ে সরকারের বার্তার পর এবার পাল্টা শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল করলেন আন্দোলনকারীরা। বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা। পাল্টা ৪ দফা শর্ত আন্দোলনকারীদের যেখানে বলা হয়েছে,
শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে।
শর্ত ২:পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে।
শর্ত ৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে।
শর্ত ৪:পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।

প্রসঙ্গত,এদিন আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি দেন মুখ্যসচিব।সুপ্রিম কোর্টের কাজে যোগ দেওয়ার নির্দেশও উল্লেখ করা হয় চিঠিতে। এদিন সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানান তিনি। এর প্রেক্ষিতে পাল্টা ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররাও। ওই ইমেলে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 15 =