আসন্ন ছট পুজো প্রস্তুতি নিয়ে বৈঠক শুরু হল কলকাতা পুরসভায়।কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, পোর্ট ট্রাস্ট, ও কোষ্টগার্ড, দমকল নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম।আগামী ৩০ তারিখ ছট পুজো।তারই প্রস্তুতি নিয়ে চলছে পুরসভায় বৈঠক‌।এদিনের বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম,কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুরসভার সেক্রেটারি হরিহর প্রসাদ মন্ডল ,দেবাশীষ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেড কোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার, ডিসি পোর্ট জাফার আজমাল কিডবাই ,ডিসি ট্রাফিক সুনীল কুমার যাদব এবং গঙ্গার ঘাট সংলগ্ন প্রত্যেকটি থানার ওসিরা উপস্থিত রয়েছেন এই বৈঠকে।গঙ্গার ঘাট কিভাবে প্রস্তুত করা হবে তার নিয়ে আলোচনা চলছে ।এর পাশাপাশি পুনার্থীদের নিরাপত্তার বিষয়, শহরের যান নিয়ন্ত্রণ এছাড়াও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই সব বিষয়ে আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − ten =