লক্ষ্মী পুজোর দিন আসানসোলের বিশেষ সংশোধনাগারে ইডির টিম।সূত্রের খবর, রবিবার সকালে ইডির দুই সদস্য ইনকাম ট্যাক্স লেখা বোর্ড গাড়িতে লাগিয়ে আসানসোলের বিশেষ সংশোধনাগারে সায়গেল হোসেনের সঙ্গে দেখা করে বলে খবর।সূত্রের এও খবর, সায়গেলকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত, শুক্রবার সাইগেল হোসেনকে শোন অ্যারেস্ট করিয়ে আসানসোল আদালতে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন জমা দিলে তা বাতিল হয়ে যায়।পরবর্তীকালে গত শনিবার হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি।সেই হিসেবে শুনানির দিন আগামী সোমবার ধার্য্য করে আদালত। সূত্রের খবর, সেই কারনেই এদিন আসানসোল বিশেষ সংশোধনাগারে পৌঁছায় ইডি। তারা শোন এরেস্ট দেখিয়ে সাইগেলকে আগামীকাল আদালতে সশরীরে হাজির করার সম্ভাবনা ইডির এমনই সূত্র থেকে জানা যায়।