পেট্রোল ডিজেল সহ জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু অভিনব কর্মসূচি পালন করল ধূপগুড়ি টাউন ব্লক ও গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। শনিবার ধূপগুড়ি শহরের একটি পেট্রোল পাম্পের সামনে টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সুজাতা দে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ কুমার সিং , তৃণমূল নেতা দেবদুলাল ঘোষ প্রমূখ। অন্যদিকে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধরনী রায়ের নেতৃত্বে ধূপগুড়ি ব্লকের একাধিক পেট্রোল পাম্পে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে আসা গ্রাহকদের হাতে একটি রসিদ তুলে দেওয়া হয়। সেই রশিদে উল্লেখ, কিভাবে কেন্দ্রীয় সরকার মানুষকে বঞ্চনা করে পেট্রোল-ডিজেলের টাকা লুট করছে। কত শতাংশ সেচ কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে তৃণমূলের তরফে তৈরি ওই বিশেষ রশিদে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিগেস্ট পাপ্পু বানিয়ে ছবি লাগানো
গেঞ্জি পড়ে প্রতিবাদে সামিল হয় তৃণমূল যুব কংগ্রেসের সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 15 =