প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে এলেও, ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না। বুধবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে কংগ্রেস অযোধ্যায় রামন্দিরের নির্মাণ থমকে রেখেছিল।

এদিন অমিত শাহ উত্তর মহারাষ্ট্রের ধূলেতে একটি সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মাথায় রাখা উচিত যদি তাঁর চতুর্থ প্রজন্ম রাজনীতিতে আসে, তাহলেও দলিত-আদিবাসী ও পিছিয়েপড়া শ্রেণির জন্য যে সংরক্ষণ আছে তা মুসলিমরা পাবে না। রাহুল বাবা শুধু আপনিই নন, যদি আপনার চতুর্থ প্রজন্মও আসে, তারা এসসি/এসটি/ওবিসিদের জন্য বরাদ্দ কোটা কেটে মুসলিমদের দিতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 15 =