ইলামবাজারের পলিটেকনিক পড়ুয়া খুনের দায় স্বীকার করলেন অভিযুক্ত বন্ধু শেখ সালমান,বললেন টাকার জন্য খুন করেছি, এছাড়াও পুলিশি জেরায় অভিযুক্ত যুবক স্বীকার করে চৌপাহারি জঙ্গলে মদ্যপান করার পর যখন সালাউদ্দিন ঝিমিয়ে পড়ে তখন তারপর থেকেই তার বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। কিন্তু কিছুক্ষন পর যখন সে ভাবে যে পুলিশকে জানানো হলে সে ধরা পরে যাবে। সালাউদ্দিন পুলিশকে সব বলে দেবে তখন অভিযুক্ত সালাউদ্দিনকে খুন করে । এবং যে চাকু দিয়ে তাঁকে খুন করা হয় সেটি ঘটনাস্থল থেকে দের কিলোমিটার দূরের ধল্লা গ্রামের ঝোঁপের ধারে ফেলে দেয় এবং সেই জায়গাটি অভিযুক্ত যুবক পুলিশকে দেখিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল, পুনঃনির্মাণে পুলিশ, সূত্রের খবর আজ অভিযুক্ত সালমানকে আদালতে তোলা হবে ও পুলিশ রিমান্ডে চাওয়া হবে এমনটাই সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =