উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে দিদি সুরক্ষা কবচ নিয়ে গ্রামে গ্রামে গেলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ তথা গোয়ালপোখর তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসূল ওরফে মনি, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। গোয়ালপোখরের বিভিন্ন গ্রামে তারা যান। সেখানে গিয়ে সকল জনসাধারণের সঙ্গে কথা বলেন দিদির দূতেরা। তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসুল বলেন, ” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা সকলেই পাচ্ছেন ,দু একজন হয়তো পাচ্ছেনা, এখন তারাও পাবেন ”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =