ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানা এলাকার হাবড়াপাহাড়ি গ্রামে। সূত্রের খবর ধনু সেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনু সেখ হাবড়াপাহাড়ির একটি খাদানে কাজ করত। গতকাল রাতে ধনু এবং স্থানীয় একজন স্কুল শিক্ষক ধনা হাঁসদা হাবড়াপাহাড়ির একটি ক্লাবের পাশে বসেছিল। সেই সময় একজন সাইকেলে করে এসে গুলি করে বলে অভিযোগ। গুলি ধনুর বুকে লাগে এবং তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ধনা হাঁসদার পিঠে গুলি লাগে। তিনি গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − three =