মুর্শিদাবাদ জেলার রেজিনগরে গতকাল সকাল সাড়ে এগারটা নাগাদ ওই ব্যবসায়ী নিজের মোটিরবাইকে করে ওই রুপোর গহনা ভর্তি ব্যাগ নিয়ে বেলডাঙা থেকে রেজিনগরের শক্তিপূর গঙ্গা ঘাটের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে তাঁর বাইকের পেছন থেকে ওই ব্যাগটি কখন পড়ে গেছে টের পাননি ওই ব্যবসায়ী। শক্তিপূর ঘাটের নৌকা পেরোনোর সময় তিনি দেখতে পান যে তাঁর রুপোর গহনা ভর্তি ব্যাগ নেই। ব্যবসায়ী তখনি রেজিনগর থানায় পৌঁছে মিসিং ডায়েরি করেন। এদিন রেজিনগর থানার পুলিশ 5 কেজি রুপোর অলংকার ভর্তি ব্যাগ বেলডাঙার স্বর্ন ব্যবসায়ী মহম্মদ ফরিদ আলীর হাতে তুলে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 6 =