করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইভারমেক্টিনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি।

করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইভারমেক্টিনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি।

করোনা চিকিৎসা থেকে বাদ পড়লো আইভারমেকটিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন।করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই করোনার চিকিৎসায় এই দুই ওষুধের ব্যবহার নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস।তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকাকে সঠিক বলে দাবি করলেও আইসিএমআর(ICMR) এবংডিজিএইচএস (DGHS) এর মধ্যে মত পার্থক্য ছিল। এবার নয়া নির্দেশিকা জারি করল আইসিএমআর(ICMR) ।করোনার বিরুদ্ধে ওই ওষুধ দুটি যে যথেষ্ট কার্যকর, তার কোন প্রমাণ এখনো মেলেনি। তাই এগুলিকে কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশিকা দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − three =