মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত প্রায় ৪০ জন। সকাল ৬টা নাগাদ চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের ডাঙ্গি মনোরায় দুর্ঘটনাটি ঘটে। মৃত এক যাত্রীর নাম ইন্দ্রানী রায় (৭৪),বাড়ি কলকাতার নাকতলায় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সরকারি বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এক বাস যাত্রী গৌতম রায় জানান, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ। গুরুতর আহত যাত্রীদের বাংলা-বিহার সংলগ্ন কিশনগঞ্জের মাতা গুজারীলাল নন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে কানকি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের যাত্রীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শিলিগুড়ি রেফার করা হয়েছে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + ten =