পুলিশের এফআইআরের ভিত্তিতে আগামী ১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।বৃহস্পতিবার সেই মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও রকম তদন্ত করা যাবে না এই মামলায়।আগামী ১৫ জুন পর্যন্ত তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।প্রসঙ্গত,তাঁর বিরুদ্ধে তমলুকে অশান্তির ঘটনায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর করেছিল পুলিশ।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্রুত এই মামলার তদন্ত করার আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে।হাইকোর্ট জানায় ,নির্বাচনী বিধি লাগু থাকাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না।আগামী ১৪ জুন পর্যন্ত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারী প্রশান্ত দাসকে তদন্তের স্বার্থে ডাকা যাবে না। আগামী ১২ জুন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =