২০২১ সালে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্বের যে ইতিবৃত্ত শুরু হয়েছিল, তা আরও একটি মাইলস্টোন ছুঁল আজ। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপের পরে ২০২৪ সালের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য গোল করে দলকে জেতালেন মার্তিনেজ়। ভারতীয় সময় সকাল ৬.৫০ নাগাদ শুরু হয় ম্যাচ। কিক অফের পর থেকেই কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবলাররা খেই পাচ্ছিলেন না। তবে পরে ধীরে ধীরে ম্যাচে ফেরে নীল-সাদা শিবির। তবে কোনও পক্ষই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। আর্জেন্টিনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তারই মাঝে চোট পেয়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে।চোখে জল দেখা যায় মেসির।ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুরন্ত গতিতে কলম্বিয়া বক্সে ঢুকে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন মার্তিনেজ়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + six =