ঋণ দেওয়ার নামে প্রতারণা ফেঁদে প্রচুর টাকা আত্মসাৎএর অভিযোগ।
কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন দেবদারু লেনে আলোর দিশা কম্পিউটার সেন্টারের নামে বাড়ি ভাড়া নিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল সুব্রত সরকার ও তার স্ত্রী সৌমিতা।জানা গেছে এদের বাড়ি চাকদহ। উদ্ধার নথি সহ চারটি ল্যাপটপ ৬৩টি এটিএম কার্ড সহ বেশ কয়েকটি মোবাইল ফোন।
কল্যাণী জনৈক ব্যক্তির অভিযোগ পেয়ে সিআইডির হানা বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বিজ্ঞাপন দিয়ে এই কারবার চালাতো বলে অভিযোগ। গতকাল বিকেল চারটে থেকে প্রায় সাত ঘন্টা তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। এদের মধ্যে পাঁচ জন ওই সংশয় কর্মী ছিল বলে জানা যায়। রাত পৌনে বারোটা নাগাদ সিআইডির দলটি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =