সভা শুরুর কয়েক ঘন্টা আগেই বিস্ফোরণের ঘটনা কাঁথিতে।শুভেন্দু-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ জনসভার আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বোমা বিস্ফোরণ।পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিরলা গ্রামে বিস্ফোরণ হয়।তৃণমূলের দাবি, বিস্ফোরণে দলের এক বুথ সভাপতি ও কর্মী মিলিয়ে মোট ৩ জন আহত হয়েছেন। কিন্তু কীভাবে বিস্ফোরণ, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, ভগবানপুরের বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা।যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।বিস্ফোরণস্থল থেকে দেড় কিমি দূরে দেহ উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতির।এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি।ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =