পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের সুব্রত বাগ সম্প্রতি বিজেপি-র সঙ্গে যুক্ত হন। আগে তিনি তৃণমূল করতেন বলেই দাবি স্থানীয়দের। দলবদলের কারণেই বিজেপি কর্মীর কান কেটে নেয় তৃণমূলের হার্মাদ বাহিনী, অভিযোগ পরিবারের। সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগও আক্রান্ত। অভিযোগ, দুজনেরই হাত পা ভেঙে দেওয়া হয়েছে মেরে। আহত দুই ভাইকে ভর্তি করা হয়েছে একটি সরকারি হাসপাতালে।

শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই-ই আগে শাসক দল তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন। কিন্তু তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুরনো দলে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ স্থানীয় বাজার থেকে বাড়ি আসার পথে দুই ভাইয়ের পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ। সঙ্গে ছিল আরও কয়েকজন। রীতিমতো দলবল নিয়েই চড়াও হয় তারা। দুই ভাইয়ের সঙ্গে বাদানুবাদ ও পরে মারধর শুরু হয়। তারপর অস্ত্র বের করে আক্রমণ চালানো হয়। অভিযোগ এক দুষ্কৃতী ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয়। তাঁর ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে। হাত-পা ভেঙে যায় তাঁরও। খবর পেয়ে, বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই নিয়ে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 8 =