কাতার বিশ্বকাপের ফাইনালে টানটান উত্তেজনার সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা।৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। এর ১৩ মিনিট পর দুরন্ত কাউন্টার অ্যাটাকে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।কিন্তু ম্যাচের ৮০ তম মিনিটে বদলে যায় পরিস্থিতি। দেড় মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে ম্যাচের রং বদলে দেন কিলিয়ান এমবাপে। তাঁর প্রথম গোল পেনাল্টি থেকে দ্বিতীয় গোল দুরন্ত ভলিতে। ২-২ অবস্থায় শেষ হয় ৯০ মিনিটের খেলা। তবে অতিরিক্ত সময়ের খেলাতেও নাটকীয়তা বজায় ছিল। ম্যাচের ১০৮ মিনিটে গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। কিন্তু ১১৮ মিনিটে ফের পেনাল্টি পায় ফ্রান্স। গোল করেন এমবাপে। সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক হয় এমবাপের। নির্ধারিত সময়ের ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের খেলার শেষে ৩-৩ গোলে অমীমাংসিত থাকে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ।তবে শেষ হাসি হাসলো মেসির আর্জেন্টিনা।প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিওনেল মেসি।আনন্দে চোখের জলও বাঁধ মানেনি আর্জেন্টিনার ফুটবলারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − fourteen =