এদিন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচারে আসেন দিলীপ ঘোষ ও অর্জুন সিং। সেই সময় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তিনি বলেন যে চার তারিখ পর্যন্ত তৃণমূল জিতবে তারপরে যেটা শুরু হবে সেটা বিজেপির। পাশাপাশি তিনি আরও বলেন যে কিসের MP উনি, এত বছর MP থাকার পরও পরিষ্কার করতে পারলেন না ড্রেন, তৃণমূল প্রার্থী সৌগত রায়কে আক্রমণ দিলীপ ঘোষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − six =