ভারতে যা সস্তা, বিদেশ-বিভুঁইয়ে তা মহার্ঘ দামে বিক্রির নজির আগেও পাওয়া গিয়েছে। আরও একবার সামান্য জিনিস আকাশছোঁয়া দামে বিকোতে দেখা গেল। সাধারণ হাওয়াই চপ্পল, যা ভারতে কয়েকশো টাকায় কিনতে পাওয়া যায়, কুয়েতে তা ১ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে সামনে এল। কুয়েতের একটি জুতোর দোকান থেকে কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, সাধারণ ঘরে পরার হাওয়াই চপ্পল, শৌচাগারে যেতে যে চপ্পল ব্যবহার করি আমরা, ওই দোকানে তারই দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, জুতোর দোকানটি বেশ ঝাঁ চকচকে। তার মধ্যে পরিপাটি করে সারি সারি হাওয়াই চপ্পল সাজানো রয়েছে। এর মঘ্যে নীল ফিতে দেওয়া সাদা একটি চপ্পলের দাম লেখা রয়েছে ৪৫০০ রিয়ালস, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ টাকা। কাণ্ড দেখে তাজ্জব সকলে।