নদীয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জাহাঙ্গীরপুর নতুন পাড়া পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক নিয়ে পেট্রোল পাম্পে তেল আনতে যাবার সময় রাস্তার এ প্রান্ত থেকে অপর প্রান্তে রাস্তা পার হওয়ার সময় কৃষ্ণনগর নবদ্বীপগামী একটি বেসরকারি বাস ধাক্কা মারে ওই বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এরপরই স্থানীয়রা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের প্রচেষ্টায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় কৃষ্ণনগর নবদ্বীপ রুটে। তবে কিছুক্ষন পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।