গত কাল তারকেশ্বর থানার মির্জাপুর গ্রামে চোর সন্দেহে ঘটনাকে কেন্দ্র করে এক মহিলা সহ ছয় জনকে আটক করে তারকেশ্বর থানার পুলিশ। পরে গ্রামবাসীদের তরফ থেকে লিখিত অভিযোগ পেয়ে গ্রেপ্তার করে আজ তাদেরকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় । ফিরোজা বিবি, শেখ আকাশ,শেখ রাহুল,শেখ ইসমাইল,শেখ সুরজ, শেখ ফুলচাঁদ, তাদের প্রত্যেকের বাড়ি হুগলির পাণ্ডুয়া থানার চাপাহাটি মাজপাড়া তে বলে পুলিশ সূত্রে জানা যায় ।