গলায় কই মাছ আটকে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত যৌগ্রাম এলাকায়। গতকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এলাকায় এই বৃষ্টির মৌসুমে মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মৃত্যু হয় এক যুবকের। জানা গিয়েছে বৃষ্টির সময় মাছ ধরতে যায় ওই যুবক, সেই সময় দুটি কই মাছ ধরেও ফেলে তারপর আবার একটি কৈ মাছ পেলে একটি মাছকে সে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রাখে আর দুটি মাছ দুই হাতে থাকে তারপরেই ঘটে এই দুর্ঘটনা। মুখের মধ্যে থাকা মাছটি পিছলে ঢুকে যায় শ্বাসনালীতে তারপরেই শাসনালীতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের এমনই সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কার্যত ঘটনায় শোকের ছায়া নেমে এসছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 3 =