পয়েন্ট টেবিলে একটা দল আট নম্বরে। আর একটি দল নয় নম্বরে। প্লে অফে ওঠার দৌড়ে থাকতে হল এখনও পর্যন্ত বাকি যে ম্য়াচগুলো আছে, তাতে প্রত্যেকটিতেই জয় প্রয়োজন পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। আজ আইপিএলে এই দুটো দলই মুখোমুখি হতে চলেছে ২২ গজে। আশুতোষ শর্মা আগের ম্য়াচে অল্পের জন্য ম্য়াচ জেতাতে পারেননি। কিন্তু এদিন ঘরের মাঠে ফের সুযোগ থাকছে। শুভমন গিলের নেতৃত্বে গুজরাত টাইটান্স জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে আজ।

চোটের জন্য এই ম্য়াচেও শিখর ধবনকে ছাড়াই হয়ত নামবে পাঞ্জাব। কাঁধের চোট এখনও ভোগাচ্ছে বাঁহাতি ওপেনারকে। গুজরাত টাইটান্স শিবিরে অবশ্য কোনও চোট আঘাতের খবর নেই। তবে মনে করা হচ্ছে এই ম্য়াচে একটি পরিবর্তন বোলিং লাইন আপে করতে পারে গিল ব্রিগেড। এখনও পর্যন্ত চারবার দুটো দল আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে। ২ বার গুজরাত ও ২ বার পাঞ্জাব জয় ছিনিয়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =