নিয়ন্ত্রিত বোলিং উমেশ, রশিদদের, স্টোইনিসের অর্ধশতরানে সম্মানজনক স্কোর বোর্ডে তুলল লখনউ

প্রোটিয়া তারকা প্রতি ম্য়াচেই শুরুতে ধুমধারাক্কা ব্যাটিং করে দলের স্কোরবোর্ড সচল রাখেন সবসময়। এদিন টস জিতেছিলেন রাহুল। নিজে ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি ককের সঙ্গে।

এই ম্য়াচে নামার আগে মুখোমুখি মহারণে এক তরফা এগিয়ে ছিল গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত চলতি ম্য়াচ ছাড়া মোট চারবার মুখোমুখি হয়ে চারবারই জয় ছিনিয়ে নিয়েছিল তারা। নিজেদের ঘরের মাঠে রবিবার প্রথমবার গুজরাত শিবিরকে হারানোর লক্ষ্যে নেমেছে কে এল রাহুলের দল। কিন্তু খেলার প্রথম ২০ ওভার শেষে কতটা খুশি থাকবে লখনউ শিবির নিজেদের পারফরম্য়ান্স, তা নিয়ে সন্দেহ রয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ও এরপর বোর্ডে মাত্র ১৬৩/৫ তুলতে পারা। প্রাপ্তি বলতে মার্কাস স্টোইনিসের শতরান। কিন্তু এদিন উমেশ যাদবের সামনে আটকে গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − two =