চাঞ্চল্য ছড়াল রায়দিঘির কনকনদিঘির মুক্তারঘেরীতে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার পুকুরে একটি ৮ ফুট বড় কুমির দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। বনদফতরকে খবর দেওয়া হলে রায়দিঘি রেঞ্জের বনদফতরের আধিকারিক শুভায়ু সাহার তৎপরতায় কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হন বনদফতরের কর্মীরা। বনদফতরের প্রাথমিক অনুমান, নদী থেকেই কুমিরটি কোনওভাবে পুকুরে ঢুকে পড়েছে। পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করার পর ফের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বনদফতরের পক্ষ থেকে। রবিবার সকালে কুমিরটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের বনি ক্যাম্পে। বনি ক্যাম্পে চলে রায়দিঘির দৈত্যাকার কুমিরটির শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর কুমিরটিকে সুন্দরবনের বনি কম্পের পাশে একটি খালে ছেড়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =