গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,আটক মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়।

অবশেষে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তাঁর নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করলেন ইডি আধিকারিকেরা।তার বিরুদ্ধে অভিযোগ, টাকার উৎস নিয়ে বারবার বয়ান বদল করেছেন পার্থ।এমনকি তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে।এরপরই গ্রেফতারির সম্ভাবনা জোরালো হয়।শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই চলছিল চাপানউতোর।ম্যারাথন জিজ্ঞাসাবাদ যে ক্রমশ গ্রেফতারির দিকে এগোচ্ছে, তা বুঝতে বাকি ছিল কারও।অবশেষে সমস্ত জল্পনায় শেষে গ্রেফতার পার্থ। শুক্রবার সাড়ে ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা।প্রায় ২৪ ঘণ্টা ধরে পার্থর বাড়িতে ম্যারথন তল্লাশি চালান তাঁরা। পার্থর উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।সকাল ১০ টা নাগাদ তাঁকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কনভয় করে তাঁকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার ঘোরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দিল্লি থেকে দুই ইডি আধিকারিক কলকাতা এসেছেন বলে জানা যাচ্ছে। শিক্ষা দফতর, শিল্প দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল মহাসচিব তিনি। তাই তাঁর এই গ্রেফতারি রাজ্য তথা শাসক দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =