বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মামনি সিংহ(২৫)। বৃহস্পতিবার সকালে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গিয়েছে, বছর সাতেক আগে সামসেরগঞ্জের দুর্গাপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রি গোপাল সিংহের সঙ্গে মালদা জেলার বৈষ্ণবনগর থানার সব্দলপুর গ্রামের মামনি সিংহের বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন হলেও তাদের কোনো সন্তান না হওয়ায় মাঝেমধ্যেই মনোমালিন্য সৃষ্টি হতো। বুধবার সন্ধ্যায় ফের একবার ঝামেলা হয় স্বামী স্ত্রীর। অভিযোগ, তারপরেই রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। যদিও গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, পরকীয়া সম্পর্কের জেরে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী গোপাল সিংহ। বৃহস্পতিবার সকালে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
Home জেলা